মনির হোসেন (শিশির) :
রাজধানী তুরাগে মুশফিকা মুভি(১৭)নামে এক তরুনী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার ( ২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ৫২ নং ওয়ার্ডের দলিপাড়া এলাকায় এক ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।
নিহত মুশফিকা মুভি বগুড়া জেলার, সোনাতলা থানার
শ্যামপুর গ্রামর রবিউল আলমের মেয়ে। তিনি বর্তমানে তুরাগের ওই এলাকার বাড়ী নং-৬, রোড নং-৪/এ, ব্লক-ডি এর মোঃ মিনহাজ এর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
জানা যায় যে, ওই তরুণীর সৎ বাবা মো: রবিউল আলম পুলিশ সদস্য (কনষ্টবল) নং-১৩৩৯০ বর্তমানে তিনি ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে ঢাকায় কর্মরত আছেন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ এপ্রিল ) নামে মুশফিকা মুভি এক তরুনী এক ভাড়াটিয়া বাসায় তার সৎ ভাইয়ের সাথে মোবাইল নিয়ে ঝগড়া করে তারপর সবার অগোচরে তার নিজ রুমের ভিতর ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন মুশফিকা মুভিকে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।