বশির আলম (সৌরভ): ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও , সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজধানীর উপকন্ঠে তুরাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা মডেল একাডেমির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো । রবিবার (১৪ ই এপ্রিল ) প্লে ক্লাস থেকে নবম শ্রেণীর পর্যন্ত সব ক্লাসে একটি আনন্দঘন পরিবেশও উক্ত প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ কেক কাটার মাধ্যমে সকল ক্লাসের এই অনুষ্ঠানের শুরু করার অনুমতি প্রদান করেন ।খুব আনন্দের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবারের আয়োজন করা হয়। খাওয়াদাওয়া শেষে দুপুর ২টায় একাডেমি প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।আয়োজনটির প্রধান সমন্বয়ের দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সহ : শিক্ষক বলাই কুমার (সূত্রধর) এবং তার সহযোগী হিসেবে প্রভাতি ও দিবা শাখার এসিও সহ সকল শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী উপস্থিত থেকে সফল করেন ।উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র ছাত্রী , অবিভাবক, শিক্ষকমন্ডলী ও একাডেমির পরিচালনা কমিটির সদস্যগণ এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহন করেন । উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মরিয়ম আক্তার বলেন , শিক্ষার আলো ছড়িয়ে উত্তরা মডেল একাডেমি নামক প্রতিষ্ঠানটি গৌরবের ১১ বছর পার করে যাচ্ছে। প্রতিবছর অত্র একাডেমিতে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সফল করতে যারা সময় শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান উক্ত প্রধান শিক্ষক ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সহ : প্রধান শিক্ষক অমিত হাসান ।