নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তুরাগের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় জাহানারা বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, শনিবার (১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ৮টায়
আব্দুল্লাহপুর টু আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের নিচতলা- ২১৩ নং রুমের ভিতর এই ঘটনাটি ঘটে। তিনি হোস্টেলে আয়ার কাজ করতেন। তার স্বামী ইসমাইল চৌধুরী। নিহত ওই নারী হলেন, নীলফামারী জেলার ডুমার উপজেলার বামুনি গ্রামের ইসমাঈল চৌধুরীর স্ত্রী জাহানারা বেগম।
হাসপাতালের ছাত্রী হোস্টেলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রী বলেন,সকালে ফ্যানের হ্যাঙ্গারের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আয়াকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তারা জানিয়েছেন, ওই নারী বিভিন্ন শারীরিক
মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয়ে তুরাগ থানার ওসি মোস্তফা আনোয়ার বলেন, ‘খবর পেয়ে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নারী হোস্টেল থেকে আয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।