প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী দখলমুক্তকরণের অভিযানের অংশ হিসেবে তুরাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ অভিযান শুরু করে। এই উচ্ছেদ অভিযান শুরুতেই একটি বিশাল বাজার ও বেশ কিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। এসব স্থাপনা নির্মাণ ও নদী দখলের দায়ে ৮জনকে আটক করা হয়।
সকাল ৯টায় তুরাগ নদীর প্রত্যাশা ব্রিজ থেকে টঙ্গী-আশুলিয়া সড়কে বিশেষ অভিযান কার্যক্রম শুরু করে সংস্থাটি। এসময় তীরভূমি দখল করে গড়ে তোলা প্রত্যাশা কাঁচাবাজার নামে একটি বাজার উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন। অভিযানের সময় সিমেন্ট ও পাথর দিয়ে অবৈধভাবে নদী ভরাট করার অভিযোগে ডোম-ইনো রেডিমিক্স প্ল্যান্ট থেকে ৪জনসহ ৮জনকে আটক করা হয়েছে। এছাড়াও আশপাশের ছোট-বড় স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। উচ্ছেদকৃত মালামাল তাৎক্ষণিকভাবে ৯ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করেছে বিআইডব্লিউটিএ।