করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেকোনো অনাকাঙ্ক্ষিত সমাগম ও দাঙ্গা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহৃত ওয়াটার ক্যানন বা জলকামান দিয়ে স্যানিটাইজার বা জীবাণুনাশক ওষুধ ছেটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দিনে দুইবার এই ওষুধ ছেটানো হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিটকে এই নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন পাঁচজন।