মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন :
রাজধানী উত্তরার ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমানের সংবর্ধনা সহ উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের অফিস উদ্ভোধন করা হয়েছে। উত্তরা ১১ নং সেক্টর কাঁচা বাজারের পাশে দলীয় অফিস ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. সাহারা খাতুন ।
২৫ শে জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ারুল ইসলাম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ নাজিম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, কৃষি বিষয়ক সম্পাদক এস এম রাজু আহমেদ, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, উত্তরা পূর্ব থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কতুব উদ্দিন আহমদ, বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ সিদ্দিকী কাক্কার সঞ্চালনায় অনুষ্ঠানে বৃহত্তর উত্তরা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উত্তরা ৫১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য গত সিটি নির্বাচনে পশ্চিম থানার এ ওয়ার্ড থেকে প্রায় ৭ জনকে পরাজিত করে প্রথম বারের কাউন্সিলর নির্বাচত হয়ে সবাইকে চমকে দেন। এরই ধারাবাহিকতায় নানা উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে নির্বাচত এ কাউন্সিলর সবাইকে নিয়ে কাজও করার চেষ্ঠা করছেন।
৫১নং ওয়ার্ড কাউন্সিলর প্রতিবেদককে জানান, আমি সব সময় জনগনের পাশে ছিলাম, আছি, থাকবো। জনগন আমাকে যে গুরু দায়িত্ব পালনের জায়গায় অধিষ্ঠিত করেছেন, আমি সবসময় তাদের কল্যাণেই কাজ করে যাব। আগামীতেও জনগনের সমর্থনে ও ভালবাসায় কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি।