ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানা ও ইউনিয়নের ঘনিমহেশপুর গ্রামের অপরাজিতা মহিলা উন্নয়নসংস্থার নির্বাহী পরিচালক ও ঠাকুরগাঁও জেলা পরিষদের মহিলা সদস্য হুসনেয়ারা হকের উদ্দোগে সংস্থার কার্যালয়ে ৩০০ পিস মাস্ক ও ১৪০ পিস লাইফবয় সাবান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহিয়া প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন। অনুষ্ঠানটি বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন রুহিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য হুসাইন মোঃ আরমান।