ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হোম কোয়ারেইন্টাইনে থাকার নির্দেশনা ভঙ্গ করায় মালয়েশিয়া ফেরত এক মহিলাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভারতীয় ভিসা সেন্টারের সামনে তাকে আটক করে এ জরিমানা করা হয়।
পরে তিনি হোম কোয়ারেইন্টাইনে থাকার মুচলেকা দিলে তাকে ওই ইউনিয়নের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় ১০টি দেশ থেকে ফেরত আসা ১৬ জনের একটি তালিকা প্রকাশ করে তাদের হোম কোয়ারেইন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।
সেই সাথে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগিতায় বিদেশ ফেরত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করে তাদের কমপক্ষে ১৪ দিন বাড়ির বাইরে বেরোতে অনুরোধ করা হয়েছে।
কিন্তু সে নির্দেশনা অমান্য করে গোপনে একজন তার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয় এবং বিভিন্ন জনসমাগমস্থলে পদচারণা করেন, এর পূর্বেও তিনি তার নিজ এলাকায় ঘোরাফেরা করেন।
এতে ওই ব্যাক্তির দ্বারা ভাইরাস সংক্রমণের ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। তাই সেই মহিলাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনি হোম কোয়ারেন্টাইনে থাকার মুচলেকা দিলে তাকে ওই ইউনিয়নের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে আজ আরও দুইজন বিদেশ ফেরত ব্যক্তির খোঁজ পেয়েছেন উপজেলা প্রশাসন। তাদের প্রাথমিকভাবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।