ঠাকুরগাঁও প্রতিনিধি: নিজ বাসাতেই ধর্ষনের শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের এক নারী কৃষি শ্রমিক। বুধবার রাতে সদর উপজেলার পূর্ব বেগুনবাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই নারী বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ধর্ষককে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, ওই নারী শ্রমিক মাঝে মধ্যে একই এলাকার মনতাজ আলী (৬০)’র জমিতে কৃষিকাজ করে থাকেন। নারীর স্বামী পেশায় ভ্যান চালক।
ঘটনার দিন ওই নারীর স্বামী ভ্যান চালাতে বাড়ীর বাইরে গেলে বাড়িতে একা পেয়ে একই গ্রামের নুরল ইসলাম (৩২) কে পাহারা বসিয়ে জোরপূর্বক মহিলার ঘরে প্রবেশ করে মনতাজ আলী। এ সময় তাকে জোর করে ধর্ষন করা হয়। পরে ওই নারীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে মনতাজ আলীকে আটক করে। এ সময় পাহারাদার নুরল ইসলাম পালিয়ে যায়।
এলাকার লোকজন বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে মনতাজ আলীকে সদর থানায় সোপর্দ করা হয়। এছাড়াও চেয়ারম্যান ভিকটিমকে সদর থানায় মামলার পরামর্শ দিলে তারা থানায় অভিযোগ করার পর মহিলার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার ওই নারী বাদি হয়ে ধর্ষক মনতাজ আলী ও পাহারাদার নুরল ইসলামকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।