অনলাইন ডেস্ক ঃ পোশাক শ্রমিকদের বেতন বাড়েনি বরং ২৬ শতাংশ কমেছে বলে টিআইবি যে দাবি করেছে সেটাকে একপেশে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।
মঙ্গলবার রাত রাত ১২টার পর জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর তিনি এ মন্তব্য করেন।রুবানা হক দাবি করেন, পোশাক কারখানা ও রানা প্লাজা নিয়ে টিআইবির রিপোর্ট একপেশে। তিনি আরও বলেন, কারখানার পরিবেশ উন্নত করতে অনেক কাজ হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ যায় ১১শর বেশি শ্রমিকের। গুরুতর আহত হন আড়াই হাজারের বেশি।
এদিকে ১১ দফা দাবিতে রানা প্লাজার সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন আহত কয়েকজন শ্রমিক।