প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
শুক্রবার ( ৬ মার্চ ) টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মিলনায়তনে গাজীপুরের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য র্শীষক উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে ছাত্রছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী ভূমি কমিশনার কে এম গোলাম মোর্শেদ খান, গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম আবু ওবায়েদা আলী, উপজেলা একাডেমীক শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, প্রতিযোগিতা সমন্বয়ক হিসেবে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র শিক্ষক প্রদীপ অধিকারী, তামিরুল মিল্লাত মাদ্রাসার সিনিয়র প্রভাষক আবুল হাসান মো: ইব্রাহিম, প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক জাহান আরা বেগম, রতন কুমার ঘোষ, সুরুজ্জামান মাষ্টার, চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন, আশরাফ আলী, আবুবকর সিদ্দিক প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সাতাইশ স্কুল এন্ড কলেজ, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়, আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়, অলিম্পিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্য্যালয়, নিশাদ ঝুটমিলস্ উচ্চ বিদ্যালয়, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, টঙ্গী আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা, মিরাসপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা, শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়, কামারজুড়ি ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়, কলমেশ^র রোকেয়া স্মরণী বালিকা উচ্চ বিদ্যাল, গাছা উচ্চ বিদ্যালয়, চান্দপাড়া জামিরিয়া দাখিল মাদ্রাসা, কাথরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, ডেগের চালা এম ইউ আলীম মাদ্রাসা।