প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল বুধবার টঙ্গীর সুরতরঙ্গ রোড এলাকায় আতাউল্লাহ দারুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হাফেজ মাওলনা মুফতী মুনীরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজাহিদুল ইসলাম মসজিদ ও মাদ্রসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ জরিফ আহমেদ মন্টু, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু সাঈদ, হাফেজ বুরহান উদ্দিন, ১০পারা গ্রুপের বিজয়ী ছাত্র জুনায়েদ আহমেদ, ৫ পারা গ্রুপের বিজয়ী ছাত্র মো: আব্দুল আজিজ প্রমুখ। টঙ্গীর সুরতরঙ্গ রোড মুজাহিদুল ইসলাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জনকারী মো: জুনায়েদ আহমেদ এবং ৫ পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মো: আব্দুল আজিজকে পুরষ্কার প্রদান করা হয়েছে।