প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল সোমবার দুপুরে টঙ্গীর হিমারদিঘী এলাকায় নাজিমউদ্দিন টাওয়ার স্পেকটার সোয়েটার লিমিডেটের শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ মিছিল ও কারখানা ঘেরাও করে রাখে আন্দোলনরত শ্রমিকরা। এসময় কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে।
শ্রমিকরা জানান, তাদের ৩ মাস ও স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন চাইলে মালিক পক্ষের লোকজন তাদেরকে কারখানা থেকে বের করে দেয়ার হুমকি দেয় এবং খারাপ আচারণ করে। এক পয়ায়ে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে কারখানার ভিতরে কর্মবিরতী করতে থাকে এবং দুপুরে প্রায় ৭ শত শ্রমিক কারখানার গেটে অবস্থান নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ টঙ্গী পুর্ব থানার পুলিশ কারখানার ভিতরে ও আশ-পাশে অবস্থান করেছে। তারা অতি কষ্টে চোখের পানি ফেলে জানান, এই কারখানার নাম শোনলে বাড়ির মালিকরা ঘর ভাড়া ও দোকানদানরা বাকি দিতে চায় না। কারখানার পরিচালক মো. মনজুরুল আজম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করবে। কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু জানান, কারখানায় শ্রমিকদের বেতন নিয়ে একটু সমস্য হচ্ছে, থানা ও শিল্প পুলিশ বিষয়টি মিমাংশা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।