টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গতকাল রোববার দুপুরে টঙ্গীতে হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমান, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম প্রমুখ। গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলায় প্রাথমিকভাবে ৯শ’ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ হিজড়া সম্প্রদায়, প্রতিবন্ধী ব্যক্তি এবং পিছিয়ে পড়া কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে ১০ কেজি চাল, তেল. ডাল এবং আলু বিতরণ করা হয়েছে।