প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল রোববার দুপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকার তাজ ওয়াসিং কারখানায় লিফট ছিড়ে জুলহাস (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষনা করে কারখানা তালা জুলিয়ে পালিয়ে যায়।
নিহতর সহকর্মী আজিজুল জানান, দুপুর সাড়ে ১২টায় জুলহাস ৪ তালা থেকে মালামাল নিয়ে লিফটে করে নিচে নামছিলো। এ সময় হটাৎ বিকট শব্দে লিফট ছিড়ে নিচে পড়ে গেলে সে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জুলহাস মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মৃত রহমত আলীর ছেলে। সে টঙ্গীর আটারকল এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতো। এব্যাপারে টঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়েছে।