প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
টঙ্গীর তিস্তারগেট এলাকায় যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার (২৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত বুধবার রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৫ জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষণের সহযোগীতা করার অভিযোগে হোসেন সর্দার (৩২) ও মিঠু তালুকদার (৩০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া প্রধান আসামী ৪৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আলী আজগরসহ ৩ জন পলাতক রয়েছেন। পলাতকরা হলেন-প্রধান আসামী আজগর (৩৪), পলাশ (৩০) ও হোসেন (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নেত্রী স্থানীয় হকের মোড় এলাকায় একটি ব্যবসা পরিচালনা করেন। ব্যবসার সুবাদে তার সাথে পরিচয় হয়। গত মার্চ আনুমানিক রাত ১০টায় আসামী আজগর তাকে বাসায় নিয়ে যায় এবং তার বন্ধুদের সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। আসামীরা তাকে মারধর করে গলা থেকে স্বর্ণের চেইন এবং হাতে থাকা ব্যাসলেট জোরপূর্বক খুলে নিয়ে যায়। যাহার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, বিষয়টিকে আমরা এখনো ধর্ষণ বলতে পারছি না। কোনো নারী থানায় ধর্ষণের অভিযোগ নিয়ে এলে আমরা মামলা নিতে বাধ্য। ভিকটিমকে পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। মেডিক্যাল রিপোর্টসহ আনুসঙ্গিক অন্যান্য তদন্ত সম্পন্ন হওয়ার পরই প্রকৃত ঘটনা বলা যাবে।