টঙ্গী, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রনি হোসেন ওরফে হোন্ডা রনিকে (২৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় নিমতলী রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি চোরাইকৃত (ইয়ামাহা আর ১৫) মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রনি পাবনা জেলার চাটমোহর থানার দোলং এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পুবাইলের রিজেরটেক নৈবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহাবুব বলেন, ‘একমাস পূর্বে টঙ্গীর মধুমিতা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রনিকে নিমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন,’রনি দীর্ঘদিন যাবত রাজধানীসহ বিভিন্ন এলাকা থেক মোটরসাইকেল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৬টি মামলা রয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেফতারকৃত রনিকে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’