টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেইট কলাবাগান বস্তি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ১৬জন আহত হয়েছে।
তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছে-রকি, রনি, মনির, সালেহা, আব্দুল মালেক, শরীফ, জয়, রাজিব, শাকিল ও নাসির।
বস্তিবাসীরা জানায়, দীর্ঘদিন যাবত বস্তিতে দুই গ্রুপের লোকজন মাদক ব্যবসা চালিয়ে আসছে। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপ অপর গ্রুপের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে উভয় গ্রুপের ১৬জন আহত হয়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিনি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় উভয় গ্রুপ অভিযোগ দাখিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।