প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল শনিবার সকালে টঙ্গীর ভরান সান্দারপাড়া এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাবিনা আক্তার (৩০), মেয়ে সুনজী (১০) ও ছেলে মিদু (৮) কে পিটিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপালে পাঠানো হয়েছে।
আহত সাবিনার স্বামী লেহাজ উদ্দিন জানান, এলাকার স্বাধীন, হৃদয়সহ ৪/৫জন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তার স্ত্রী সাবিনা মাদক বিক্রিতে বাধা দেয়। এতে করে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় স্বাধীন ও হৃদয়সহ ৪/৫জন মাদক ব্যবসায়ী তাদের বাসায় ঢুকে এলোপাথারীভাবে মারধর করে মা, ছেলে ও মেয়েকে আহত করে নগদ ৫০ হাজার টাকা, গলার চেইন, কানের ২টি যাপড়া লুটপাট করে নিয়ে যায়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।