প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টঙ্গীতে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহান আরা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ নেতা মো: মফিজুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন টঙ্গী সাংগঠনিক থানার সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর জাহান বেগম, আন্দোলন সম্পাদক রিতা বহ্ম, সদস্য মেহেরুন নেছা সিমা, এনজিও সংগঠন নবলোক ইসমত আরা বেগম প্রমুখ।
এ আলোচনা সভায় টঙ্গী জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগম বলেন, বিশ^জুড়ে নারীর অগ্রগতি ও মর্যাদা অর্জনের লক্ষ্যে অনেক পথ পাড়ী দেয়ার বাকী। রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা নির্বিশেষে মানুষ হিসাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবী তাই সর্বজনীন। নারীর প্রতি সবধরনের বৈষম্য ও অন্যায় অবিচারের অবসান ঘটার সম অংশীদারিত্বের সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নারী এগিয়ে চলা আরও বেগবান হবে। এটাই নারী দিবসের প্রত্যাশা।