প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টঙ্গীতে ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে ঐশিফ্যাশন (প্রা:) লি: কর্মরত গার্মেন্টস শ্রমিকদের চিকিৎসা সেবা, আইনি সহায়তা ও সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় ঐশিফ্যাশন (প্রা:) লি: এর অ্যাসিসটেন্ট প্রোডাকশন কো-অর্ডিনেটর মো: সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম-ফিল্ড অপারেশন ম্যানেজার রেজভীনা পারভিন, লাইভ লিহুড এন্ড বিজনেস ডেভেল পমেন্টম্যানেজার, আহমাদ ইবনে সেলিম; সার্ভিস সেন্টারম্যানেজার, মো: রিয়াজউদ্দিন; মেডিক্যালঅফিসার, ড. শর্মীসাহা; লিগ্যাল কো-অর্ডিনেটর, শেখ আহমেদুল কায়সার, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, মো: ফয়সাল খান এবং ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের মাহাত্ব্য, জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পেকর্মরত নারী কর্মীদের অবদান এবং জাতীয় ও সামাজিক জীবনে নারী ক্ষমতায়নের গুরুত্বের উপর একটি মুক্ত আলোচনা করেন।