প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল শুক্রবার টঙ্গীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখা ও টঙ্গী পশ্চিম থানা শাখার পরিচিতি সভা টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি রমজান মোল্লার সভাপতিত্বে ও মীর আসাদুজ্জামান তুলার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী পশ্চিম থানার সভাপতি জালাল মিয়া, গাজীপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লুকমান হোসেন, নূরে আলম, সিরাজ মোল্লা, কাজী কাশেম, নূরুল ইসলাম, গোলাম মোস্তফা, তাজুল ইসলাম, সিদ্দিক ব্যাপারী, শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, শান্ত ইসলাম প্রমুখ। পরিচিতি সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর মহানগর ও টঙ্গী পশ্চিম থানা নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।