প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল বুধবার বিকেলে টঙ্গীর সাতাইশ এলাকায় ঐশি ফ্যাশন লি: এর পোশাক শ্রমিক নিজাম উদ্দিনের মৃত্যুতে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও প্রগতি লাইফ ইন্সরেন্স যৌথ উদ্যোগে তার স্ত্রী স্বপ্না আক্তারের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। ঐশি ফ্যাশন্স লি: চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম কর্মসূচি ব্যবস্থাপক এস কে মুজিবুল হক। ব্যবস্থাপক-ফিল্ড অপারেসন্স রেজভিনা পারভিন, আহমেদ ইবনে সেলিম, সার্ভিস সেন্টার ম্যানেজার মো: রিয়াজ উদ্দিন, ঐশি ফ্যাশন্স লি: চেয়ারম্যান মো: সোলায়মান, আবেদা মেমোরিয়াল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহার রুপক, মেডিকেল অফিসার, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম ডা: শরমি সাহাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৮ আগস্ট ২০১৯ ইং তারিখে স্বাস্থ্য ও জীবন বীমা স্কীম গ্রহনকারী গাজীপুরা সাতাইশ এলাকার ঐশি ফ্যাশন্স লি: এ ইলেকট্রিশিয়ান কর্মরত মো: নিজাম উদ্দিন নামে একজন পোশাক শ্রমিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যু দাবির ২০ হাজার টাকার চেক তার নমিনিকৃত স্ত্রী স্বপ্না আক্তার কে হস্তান্তর করা হয়েছে।