টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গতকাল সোমবার রাতে টঙ্গীর কলেজ গেইট এলাকায় নজরুল ইসলাম (৩০) নামে এক পুলিশের সোর্স দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রাত পৌনে ৮টায় নিহত পুলিশ সোর্স গাজীপুরের বোর্ড বাজার এলাকার ভাড়াটিয়া বাসা থেকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছলে আগ থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার উপর অর্তকিত হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার কোন সূত্র পাত পাওয়া যায়নি। তবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে। গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি ইউডি মামলা হয়েছে।