প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল বুধবার টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের তীর ঘেঁষে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মত চলে এ অভিযান। তুরাগ তীরের জমি অবৈধ ভাবে দখল করে গড়ে ওঠা টিনশেড ঘর, আধাপাঁকা স্থাপনা ও বহুতল ভবনসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ১০ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাশেদ (৫৩), আফজাল হোসেন (৪৫), আলম হোসেন (২৮), আঃ রহিম (৩৮), শাকিল হোসেন (২৮), সোহাগ মিয়া (১৯), মো. রেজাউল (৩৫), নাইম (৪৫), রাজেন (৫৫) ও বশির মিয়া (২৬)। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান হাকিম। এ অভিযানটি এক সপ্তাহ ব্যাপী চলমান থাকবে। টঙ্গী বাজার এলাকা শেষ করে টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় অবৈধভাবে নির্মিত সকলস্থাপনা উচ্ছেদ করা হবে।
এর আগে গত মঙ্গলবার তুরাগ তীরের উচ্ছেদকৃত বিভিন্ন স্থাপনা নিলামে ৪৮ লাখ ৭০ হাজার টাকা বিক্রয় করে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়া একই দিন ৭৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় ও ৫ জনকে আটক করা হয়। এসময় অবমুক্তকৃত তুরাগের ৩.৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ জনকে ২ বছর, ২ জনকে ৬ মাস, ১ জনকে ৪ মাস ও অপর ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এবিষয়ে বিআইডব্লিউটিএ’র নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান হাকিম বলেন, কোনো আইন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তুরাগ নদের তীরে গড়ে ওঠেছে শত শত বসতবাড়ি, ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। দ্বিতীয় দিনে গতকাল বুধবার টঙ্গী বাজার ব্রীজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও, যদি পরবর্তীতে একইভাবে তুরাগের দু’পাশে দখলের অভিযোগ আসে, তাহলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনার সাথে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বারবার তুরাগ নদের পাড়ে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। সেগুলো পুনঃরায় দখলে নিয়ে যায় একশ্রেণীর প্রভাবশালীরা।