প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল শুক্রবার টঙ্গীর বড় দেওড়া এলাকার জামান মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান একাডেমীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সালামত উল্যাহ মাষ্টার মেমোরিয়াল ট্রাস্ট চেয়ারম্যান মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ প্রভাষক নুসরাত জাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ সভাপতি প্রফেসর ড. অধীর চন্দ্র সরকার, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সাবেক শিক্ষক বাবু প্রদীপ অধিকারী, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান মাস্টার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা বেগম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন খোকন প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।