প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)::
সোমবার গভীর রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম হত্যার মূল হোতাসহ ৩জনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- আব্দুল হক রনি ওরফে বাবু (১৯), মোঃ সুজন ওরফে শাহজালাল (২১) ও ) মোঃ আউয়াল হাওলাদার (২৬)।
র্যাব সদস্যরা জানায়, রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি ধারালো সুইচ গিয়ার চাকু, ১টি অটোরিকশা এবং ভিকটিমের ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ০৭ সেপ্টেম্বর ভোর ৪টায় টঙ্গীর কলেজ গেইট এলাকায় মোঃ কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। নিহত কামরুল ইসলামের ডান পায়ের উরুতে ধারালো ছোড়া (সুইচ গিয়ার) দিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ আবুল কালাম ওরফে মতিউর রহমান (২২) বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় ৩/৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর-২৪।