প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল বুধবার দুপুরে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে হোসেন আল মামুন ওরফে রাসেল (৩৫) নামে এক ভূয়া ডিবি পুলিশকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। আটককৃতের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার সদরে। তার পিতার নাম আলতাব হোসেন।
টঙ্গীর পূর্ব থানার এসআই আবুল কাশেম জানান, হোসেন আল মামুন ডিবি পুলিশ পরিচয় দিয়ে আরিচপুরের একটি ফার্মেসিতে টাকা দাবি করেন। এ সময় তার কথায় সন্দেহ হলে ফার্মেসির মালিক ও আশপাশের লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে একদল পুলিশ গিয়ে মামুনকে আটক করে। মামুন ডিবি পুলিশের সদস্য নয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।