প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
শনিবার রাতে টঙ্গীর বনমালা এলাকার একটি বাড়িতে অনিমা বারুই (২২) নামে এক পোশাক কর্মী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ৬ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে রবিউলকে বিয়ে করেন অনিমা বারুই। বিয়ের পর থেকে বনমালা রোডের বিল্লাল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তাদের সংসারের অভাব মেটাতে অনিমা কাজ করতেন একটি পোশাক কারখানায়। সাংসারীক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। কিন্তু ঘটনার দিন রাত সাড়ে ৯টায় বাড়ির লোকজন ঘরের ভেতর ওই নারীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তার স্বামী রবিউল পলাতক রয়েছে। নিহত অনিমা মাদারীপুর জেলার কালকানীয় থানা এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।