প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল মঙ্গলবার টঙ্গীর আরিচপুর এলাকায় মামুন (২৫) নামে এক যুবক গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
স্বজনরা জানান, নিহত মামুন আরিচপুর এলাকার মো. আবুল হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। মামুন বেকার অবস্থায় থাকায় তার স্ত্রী শারমিন আক্তার একটি পোশাক কারখানায় কাজ করে আসছে। তাদের ২টি সন্তানও রয়েছে। তাদের সংসার চালাতে হিমশিম খেতে হতো। অভাবের তাড়নায় মামুন এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে সুদে টাকা ঋণ করেন। উক্ত ঋণের টাকা সময় মতো পরিশোধ করতে না পাড়ায় ঋণের টাকা পরিশোধের তাড়নায় বিভিন্ন সময়ে পাওনাদাররা তাঁর বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করতো। সে তাদের ভয়ে বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো। এছাড়া মামুনকে বাসায় না পেয়ে পাওনাদাররা তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতো। এ নিয়ে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হতো। ঝগড়াঝাঁটির এক পর্যায়ে মামুন নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। নিহতের তার গ্রামের বাড়ি জামালপুর জেলার নান্দিনা উপজেলায়। তার পিতার নাম মো. আবুবক্কর সিদ্দিক।