প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া ফকির মার্কেটে এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক টঙ্গী শাখার ভাইস প্রেসিডেন্ট আবুল কাছেম মোঃ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক ঢাকা উত্তর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, আওয়ামীলীগ নেতা এম জালাল মাহমুদ, কামাল উদ্দিন, নেয়ামত উল্যাহ শাকের, তাহমিনা সরকার, মোহসিন মাহমুদ আল নুর, খন্দকার মো. তাজুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি গ্রাহক সেবা পাচ্ছেন। ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌছে দিতে সারাদেশে ১হাজার ২৭টি এজেন্ট পয়েন্ট চালু রয়েছে। তিনি আরও বলেন, বিদেশ থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা ২% বেশি টাকা পাচ্ছেন। কিন্তু এজেন্ট পয়েন্টের মাধ্যমে প্রবাসীরা রেমিট্যান্স পাঠালে ৩% বেশি টাকা পাবেন। অর্থাৎ বিদেশ থেকে এক লাখ টাকা ইসলামী ব্যাংক এজেন্ট পয়েন্টের মাধ্যমে দেশে পাঠালে ৩ হাজার টাকা বেশি পাবেন।