প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক কল্যাণ পরিষদের উদ্যোগে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি মো: শাহজাহান খাঁন এমপির বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এই মিছিলটি স্থানীয় ট্রাক টার্মিনাল থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের নেতা নায়ক ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরি শাহজাহান খানের বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানি মামলা অনৈতিক। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আমরা সারা বাংলাদেশে সকল পরিবহণ শ্রমিকদেরকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে নায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে দেশের প্রত্যেকটি থানায় মামলা দায়ের করবো। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হাজী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. দুদু মিয়া, আলী আকবর, শহীদুল ইসলাম, সেলিম মিয়া, এনামুল মুন্সী, তোতা মিয়া, সুলতান গাজী, মো: ফারুক, জমির হোসেন, নিজামুল শেখ, রাশেদুজ্জামান বাবু, আলমগীর কবির প্রমুখ।