প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
সোমবার দুপুরে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের সাথে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীর ট্রাক স্ট্যান্ড শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মির্জা শামীম হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিপিএম বার, পিপিএমবার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কশিনার অপরাধ দক্ষিণ মো: শাহাদাত হোসেন, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ থোয়াই মারর্মা, টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ এমদাদ হোসেন, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম মাষ্টার, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি আফজাল হোসেন তালুকদার, সুলতান গাজী, সাংগঠনিক সম্পাদক শামসুল হক রানা প্রমুখ। শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহাসড়কে যানজট মুক্ত রাখার জন্য শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের প্রতি জোর দাবী জানান।