অপরাজিতা একজন অপ্রতিরোধ্য নারীর প্রতিনিধিত্ব করে৷ অপরাজিতার কাছে অসাধ্য বলে কিছু নেই৷ সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করে দুর্বার ছুটে চলা এক স্বাধীন নারীর অকুতোভয় প্রতিচ্ছবি অপরাজিতা৷ পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর নারী সদস্যদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র শাখা “অপরাজিতা”৷
নারীর স্বাস্থ্য নিয়ে অবহেলা আমাদের কাছে বরাবরই চিন্তার৷ এই অবহেলা থেকে পরিত্রাণ পেতে কিভাবে অবদান রাখতে পারে Jibon“জীবন” সেই ভাবনা থেকেই সৃষ্টি অপরাজিতার৷ অপরাজিতা নারীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে৷ নারীদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল করে তুলতে সংগঠনটি মাসিক সম্পর্কে সচেতনতা, মাসিক নিয়ে কুসংস্কার প্রতিরোধ, মাসিককালীন স্বাস্থ্যের যত্ন, স্যানিটারী প্যাড ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ভিন্নধর্মী কর্মসূচী হাতে নিয়েছে৷ আজ ৩রা সেপ্টেম্বর দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “অপরাজিতা”৷ সকাল ১০ টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনড়াম্বর উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে অপরাজিতার লোগো উন্মোচন করেন রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ১৮ বিজয়ী সংগঠন অল ফর ওয়ানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুন নেছা মিরা৷ উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণা চাকমা ও বাসনা চাকমা৷
উদ্ভোধনী অনুষ্ঠানের পরপরই শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কৈশর বান্ধব কর্মশালা৷ কর্মশালায় বক্তব্য রাখেন কামরুন নেছা মিরা, ধীমান সরকার বাপ্পি, সাইদা জান্নাত৷ অতপর Jibon”জীবন” এর কার্যক্রম ও অপরাজিতা সম্পর্কে বক্তব্য রাখেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷ শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে করণীয় এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজিতার কমিউনিকেশন হেড তাহমিনা ইয়াছমিন৷ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্রী কর্মসূচিতে উপস্থিত থেকে নতুন করে নিজের সম্পর্কে জানার সুযোগ পায়৷ বয়ঃসন্ধির সময় শারিরীক পরিবর্তন ও মাসিকের মত স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে৷ শিক্ষার্থীদের সমস্যা ও করনীয় সম্পর্কে বক্তারা প্রশ্নের উত্তর দেন প্রশ্নোত্তর পর্বে৷ রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিককালীন স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং স্যানিটারী প্যাড ব্যাবহারে উৎসাহিত করতে তাদের বিদ্যালয়ে একটি ‘ডিগনিটি বক্স’ উপহার দেন অপরাজিতার সদস্যরা৷ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম এমন কর্মসূচির আয়োজন করায় অপরাজিতা টীমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷ মাসিকবান্ধব টয়লেট কর্মসূচীর আওতায় আনা হয় বিদ্যালয়টিকে যা শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে৷ মাসিকের জন্য আর কোন শিক্ষার্থীকে যেন স্কুল বন্ধ না করতে হয় সেজন্যই স্কুলে উপহার হিসেবে দেয়া হয় “ডিগনিটি বক্স”৷ বিদ্যালয় কর্তৃপক্ষ এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং অপরাজিতার সাফল্য কামনা করেছেন৷ প্রতিটি শিক্ষার্থী একজন অপরাজিতা, এই প্রত্যাশা টীম অপরাজিতার৷ অপরাজিতা ভবিষ্যতে নারী বান্ধব গণপরিবহন ও কর্মস্থল বাস্তবায়নে কাজ করবে৷