জাতীয় প্রেস ক্লাবে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে Bangladesh Men’s Right Foundation BMRF এর নেতৃবৃন্দ
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান শেখ খাইরুল আলম, মহা সচিব প্রকৌশলী ফারুক শাজেদ শুভ, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আক্কাশ আলি, প্রচার সম্পাদক লিটল গাজী ও নাঈম নোমান
এসময় আরও উপস্তিথ ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, মেহেদী হাসান সহ সংগঠনের নেতৃবৃন্দ
বক্তারা বলেন, দেশে অসংখ্য পুরুষ নির্যাতন হচ্ছে, এতে মানবতা লংঘন হয়, নারী ও পুরুষ উভয়ের জন্য আইন সমান, তার পরেও পুরুষ নির্যাতন হয়, নারীরা নিজেই পরকিয়াতে লিপ্ত হয়ে ছোট ছোট সন্তান রেখে স্বামীর ঘর থেকে টাকা পয়সা সর্ণ অলংকার নিয়ে পালিয়ে উল্টো নারী নির্যাতন মামলা করে, এতে সরকারের দৃষ্টি রাখা উচিত এবং পুরুষ নির্যাতন আইন করা খুব জরুরী
আকবর হোসেন বাচ্চু, ঢাকা।