জাগো হে মুসলমান!
– নীলকমল
আজকে সকল মুসলমানের ঈমান গিয়েছে কমে
ওমরের সেই সাহসী কলিজা এখন আর নেই ব্যোমে
আলী আলী বলে যতোই তোমরা চিৎকার করো ভাই
আমাদের বুকে এখন আর সেই সৎ সাহস আর নাই
কোথায় পাবো খালিদ নামের আল্লাহর তলোয়ার
কে বলবে আজ ইহুদি কাফের খবরদার! হুঁসিয়ার!
হে বীর মোজাহিদ এবার তুমি উড়াও তোমার বীর নিশান
সেই নিশানে উঠুক জেগে সারা বিশে^র মুসলমান
রক্ত রবি আজকে উঠুক গাইতে শুধু আল্লাহর গান
জাগো হে মুসলমান! জাগো হে মুসলমান!
আজকে দেখ তোমার ভাইয়ের খুনে লাল সারা দুনিয়া
লাশের সারীতে আছে কতো ভাই দেখেছো কখোনো গুণিয়া ?
ওঁদের বুকের কষ্ট যাতনা লাগেনি বুকে কি কখনো ?
তবে তোমাকে নবিজীর উম্মত বা মুসলিম দাবী করো কেন ?
তুমিই হলে সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো
জাহান্নামই জায়গা তোমার তুমিই যখন হবেই গত
দেখবো তখন কে তোমাকে সাঁড়ে তিন হাতে উদ্ধার করেন
তখন তোমার মেকি দাবি সব চুর্ণ হবে হে মুসলমান
এবার তবে তোমরা সবে ঈমানের বলে হও বলিয়ান
জাগো হে মুসলমান! জাগো হে মুসলমান!
আরাকান জ্বলিছে, কাশ্মির জ্বলিছে, দিল্লী জ্বলিছে আগুনে
মুসলমানের কলিজা জ¦লিছে এমনও বসন্ত ফাগুনে
হিন্দু, বৌদ্ধ, ইহুদী, খ্রিষ্টান জোট বেধেছে সবাই
তাদের রান্নার চুলাতে আজকে মুসলমানের শরীর চাই
আলতা দিয়ে আর কি হবে থাকতে মুসলমানের রক্ত
মুসলমানের মাংসের চেয়ে সকল পশুর মাংস শক্ত
মুসলিম নারীর শরীর আজকে সকল জাতির ভোগ্য জানুন
শিশু,পুরুষের শীর খানি আজ শীরক কারীর পায়ে টানুন
ধ্বংস হবেই মুসলমান? নিঃস্ব হবেই মুসলমান? শেষ হবেই মুসলমান?? না! না! না!!
জাগো হে মুসলমান! জাগো হে মুসলমান!
এমন যখন গোটা দুনিয়া বিশ্ব দেখলো চীনা ক্রন্দন
মুসলমানের চোখের জলে সকলেই করলো অবগাহন
অট্র হাসি সকল জাতির মুসলমানের কষ্ট দেখে
তবুও তাঁরা ব্যস্ত থাকে করতে খুশি আল্লাহকে
আল্লাহ তখন করলো দয়া সকল মুসলমানের ওপর
সকল মুনাফিকের মাথায় পড়লো করোনা নামের পাথর
এবার সকল বেয়াদবের কান্না বলো আর কে দেখেন
পারে যদি সকলের শীর মুসলমানের পায়ে রাখেন
এমনি করেই স্রষ্ঠা সদা একত্ববাদের পাশে দাঁড়ান
জাগো হে মুসলমান! জাগো হে মুসলমান!
তোমাদের রব এতোই মহান যদি মুমিনের পথে তাঁকে ডাকো
যদি তোমাদের বুকের ভেতর তাঁহার নামটি লিখেই রাখো
পঙ্গপাল, করোনা দিয়ে সদাই তোদের থাকবে পাশে
এ ওয়াদা বিগত সব নবী ও রাসুল করেছে
তবে এবার তোমরা বোঝ মুমিন নাকি মুনাফিক হবে?
গহীণ ঐ কবর দেশে কে তোমাদের সঙ্গে রবে?
এখনো যদি না হও হুঁসিয়ার, হুঁসিয়ার আর হবে কবে?
কবেইবা তোর দিলের ভেতর ফরজ হুকুম কায়েম হবে?
লোভ লালসা হিংসা বিদ্বেষ ভুলে যা তুই এসব এখন
জাগো হে মুসলমান! জাগো হে মুসলমান!
এক করোনার অত্যাচারে ক্ষত-বিক্ষত আজ গোটা বিশ্ব
সব মুনাফিক কাফির এবার হতেই হবে ভয়ে নিঃস্ব
এবার তোদের রক্ষা নেই আর আল্লাহর শত্রু হও হুঁসিয়ার!
পরামানু বোমা ক্ষেপনাস্ত্র সে সকল আজ কোথায় তোমার?
আমরা যারা এক আল্লাহ আর নবী রাসুলে বিশ্বাস করি
বাঁচলে গাজী নয়তো তারা শহীদ হয়ে তবেই মরি।
কিন্তু যারা শিরককারী, মুনাফিক, মুশরিক আর বেঈমান
এবার তাদের আল্লাহ তায়ালা গজব দিয়ে করবে শ্মশান
যত জালিম, অত্যাচারী পারিস যদি এবার ঠ্যাকা
করোনা তোকে করবে কাতর পঙ্গপালের ও পাবি দেখা
বাঁচতে যদি চাস্রে কাফির সেই আল্লাহয় বিশ্বাস কর
লা-শরীকে বিশ্বাস এলেই বাঁচবে তোদের পরিবার
নয়তো তোরা ধ্বংস হবি মুনাফিক সব, কাফির, বেঈমান
জয়ের মালা পরবে এবার এই পৃথিবীর সব মুসলমান
জাগো হে মুসলমান! জাগো হে মুসলমান!