মোঃ সুমন মিয়া :
জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বড় অংকের অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দিচ্ছে তুরাগ থানা পুলিশ।
আজ (১১জুন) মঙ্গলবার তুরাগ থানা এলাকার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় তুরাগ থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, পবিত্র ঈদুল – আযহা উপলক্ষে ক্রয়–বিক্রয়, ব্যবসা–বাণিজ্য, লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। সেই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতাসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য ঢাকার রাস্তাঘাট অন্যান্য সময়ের চেয়ে কোরবানী ঈদের সময় একটু ঝুঁকি থাকে।
একটু অসতর্কতার জন্য আপনার কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নিতে পারে দুষ্কৃতকারীরা। অনেক সময় এ অর্থের জন্যই হয়তো হারাতে হতে পারে নিজের প্রাণও। বড় অংকের অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে মানি এস্কর্ট সেবা দেবে তুরাগ থানা পুলিশ।
তিনি আরো জানিয়েছেন, জনসাধারণের কষ্টে উপার্জিত অর্থ নিরাপদে গ্রাহকের গন্তব্যে পৌঁছে দিতে টিম তুরাগের পক্ষ থেকে মানি স্কট টিম গঠন করা হয়েছে। এই বিষয়ে বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে তুরাগ থানা আওতাধীন তুরাগ থানা পুলিশের সেবা নিতে বলা হয়েছে।