মনির হোসেন : বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোভিড-১৯ মোকাবেলা করতে রাজধানী থেকে শুরু করে সারাদেশেই চলছে লকডাউন । দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষার জন্য সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকল ধরনের প্রস্তুতি রেখেই জনসচেতনার প্রতি বেশী গুরুত্ব দিয়েছেন । করোনা মহামারিতে অনেক তারকা সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় ছিন্নমূল ও সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন বর্তমানের আলোচিত চিত্রনায়িকা সাদিয়া রহমান । বুধবার (০১) এপ্রিল সকাল ৯ টায় রাজধানীর বসুন্ধরা থেকে মগবাজার পর্যন্ত যাবার পথে থেমে থেমে ছিন্নমূল ও সাধারন মানুষদের মাঝে চাউল, ডাল, তেল, আলু, পিয়াজ, ইত্যাদি বিতরণ করেন তিনি। এ প্রসঙ্গে চিত্রনায়িকা সাদিয়া রহমান বলেন , ” অনেক গরিব মানুষ দিনে আয় করে দিনে খায়। করোনা ভাইরাসের কারনে তারা ঘর থেকে বের হতে পারছেনা। এছাড়াও তাদের ঘরে খাবার ও নেই। আমি যতটুকু পেরেছি তাদের সাহায্য কারার চেষ্টা করছি। আর এভাবে সবাই সাহায্য করলে গরিবরা খেয়ে বাচঁবে। আমি এটাও আশাবাদি ,আমারটা দেখে ধনী ও বিত্তবান লোকেরা এই মহামারী দিনে গরীবদের পাশে থাকবে ।
সাদিয় রহমান আরো বলেন , ‘আমি চলচ্চিত্রে কাজ করি, সাধারণ মানুষদের বিনোদন দেই । আমি এক সময় ভালো ভালো ছবি উপহার দিয়েছি দর্শকেদের মাঝে এবং এখনো দেওয়ার চেষ্টা করছি। দেশের এই খারাপ পরিস্থিতিতে তারা আজ সমস্যায় পড়েছে, সুতরাং তাদের পাশে দাঁড়াতেই হবে। তাই আমি এসব বিতরণ করছি। আমার ইচ্ছে আছে, দেশের এই পরিস্থিতিতে আমি মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।