শাহাজাদা বেলাল।
চুয়াডাঙ্গা পুলিশ জেলার চারটি থানা এলাকা থেকে আদালতের পারোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ২৮ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পারোয়ানাভুক্ত আসামী, মাদক ব্যবসায়ীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। এদেরকে আাদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, জেলাকে দুর্নীতি, জঙ্গী ও মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।