রাজধানীর যাত্রাবাড়ীর চালের আড়তে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযানে ১৮টি আড়তকে ১৭ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানের সহযোগিতা করেছে র্যাব-১০।
তিনি আরও বলেন, অভিযানে অতিরিক্ত মূল্যে চাল বিক্রয় করায় রাজধানীর যাত্রাবাড়ীর ১৮টি আড়তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সারোয়ার আলম বলেন, অভিযান শেষে ব্যবসায়ীরা অঙ্গীকার করেন যে তারা আগামীকাল থেকে চালের দাম কমাবেন। তাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক।