চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় দুটি হাতি নিয়ে চাঁদাবাজির সময় হাতির দুই মাহুতকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহুত আটকের এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, তাদের কাছে অভিযোগ আসে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি হাতি নিয়ে দুইজন মাহুত চাঁদাবাজি করছে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দেওয়ানহাট এলাকা থেকে দুই হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। আটক মাহুতরা হলো- জামালপুর জেলার মাদারচর এলাকার আমির উদ্দীনের পুত্র মোহাম্মদ বকুল মিয়া (২৮) ও গাজীপুরের জয়দেবপুর এলাকার শাহজাহান মিয়ার পুত্র মোহাম্মদ মানিক (২০)।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপর ও বিকেলে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা, পূর্ব দোহাজারী, স্টেশনরোড ও পৌরসদর এলাকায় হাতি নিয়ে চাঁদাবাজির সময় এলাকার বিক্ষুব্ধ লোকজন ইটপাটকেল ছুঁড়ে হাতি ও মাহুতের উপর হামলা করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী জানান, শুক্রবার রাতে হাতি নিয়ে আর চাঁদাবাজি না করার শর্তে মুচলেখা নিয়ে দুই মাহুতকে ছেড়ে দেয়া হয়েছে