সৈকত দাশ ইমনঃ
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বুধবার (৬ মার্চ) সকাল ১১ টা চন্দনাইশ উপজেলা পরিষদের সামনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও বিভিন্ন নারী সংগঠনের অংশ গ্রহনে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। “উন্নয়ন নীতিমালায় নারীর অংশগ্রহণ চাই, নারী পুরুষ উভয়ের সমান ও সুষম আহারের অধিকার আছে, শিশুর বেঁচে থাকা ও বিকাশের অধিকার আছে” এমন শ্লোগান লেখা প্লেকার্ড, পোষ্টার ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে যোগ দেন বিভিন্ন নারী সংগঠনের সদস্যরা।মানববন্ধনে ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পিপিএস’র প্রধান নির্বাহী মোঃ নুরুল হক, ওডেব এরিয়া অফিসার মাহমুদুল হক, মমতা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর জোনাইদ আলী, কারিতাস’র এসএমপি মাঠ কর্মকর্তা পেট্টিক গোমেজ, মুক্তি’র কক্সবাজার প্রোগ্রাম অফিসার মোঃ আলী আজগর, দোহাজারী দুঃস্থ নারী কল্যান সমিতির সভাপতি মোছাম্মৎ নারগিছ আক্তার, ইউও এসএমপি ডলি প্রু মার্মা, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রৌশন চৌধুরী, ব্রাক’র সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।