জনি অাচার্য্যঃ
চট্টগ্রাম ১৫ আসনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত এমপি প্রফেসর ডঃ অাবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে মন্ত্রী করার দাবি জানিয়েছেন সাতকানিয়া লোহাগাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও নীতি আদর্শের প্রতীক নদভী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হন।তিনি এমপি থাকাকালীন সাতকানিয়া লোহাগাড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে দুই লাখ ৫৯ হাজার ৩৭৫ভোট দিয়ে নির্বাচিত করেছে উপজেলাবাসী
এ আসনটি এক সময় জামায়াত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ও জামায়াতের ঘাঁটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেন নদভী
স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম ১৫ অাসনে দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লাগেনি। যতটুকু হয়েছে তা আওয়ামী লীগের শাসনামলে হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এমপি নদভী মন্ত্রী হবেন বলে নির্বাচনের আগে থেকে আলোচনা হচ্ছে । তাকে নিয়েই উন্নয়নের স্বপ্ন দেখছে এলাকাবাসী। সাতকানিয়া লোহাগাড়া উপজেলার সচেতন মহল, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার সুশীল সমাজ বলেন
নদভী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও আওয়ামী লীগের পরিক্ষিত সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন সে দাবি আমাদের সকলের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার জন্য জোর দাবি জানান।