চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আজ রোববার সকাল ৮টায় পটিয়া উপজেলার ভাইয়ার দীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস পটিয়া উপজেলার ভাইয়ার দীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হায়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো কয়েকজন।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মিজান চারজন নিহত হয়েছেন নিশ্চিত করলেও তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ-ছয়জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।