চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল গত ২৫ জানুয়ারি চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ান হাট মোড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারালো দুই যুবক।সে ঘটনার এক সপ্তাহের মধ্যে ঘটল অারও একটা দূর্ঘটনা।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট অফিস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া বাসের ধাক্কায় রুপন দাস (৫০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি আজ শনিবার (২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার সময় ঘটে। সে সাতকানিয়া উপজেলার কালিয়াশ মৌলভীর দোকান মৃত নিলমণি দাশের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই মো: মনিরুল ইসলাম।
জানা যায়, চট্টগ্রাম মূখি সৌদিয়া (চট্টমেট্রো-ব :১১-০৬৬৮) পরিবহনের একটি বাস উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একইমূখি একটি মোটর সাইকেলকে পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হয়। ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো: মনিরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘতক সৌদিয়া বাসকে আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।