চট্টগ্রামে নিজ দোকান থেকে এক নারী ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) নগরীর হালিশহর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাকী নামে ওই নারী ব্যবসায়ী রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তার ‘কে এস স্পাইসি’ নামের ফাস্টফুডের দোকানে খোঁজ নিতে আসে। এখানে এসে তারা লাকী আক্তারের মরদেহ দেখতে পান। এ সময় পুলিশকে খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায় তারা।
দোকানের কর্মচারী খালেদ নুর তাকে হত্যা করেছে বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকে অভিযুক্ত খালেদ পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। নিহতের স্বামী শ্রীলঙ্কা প্রবাসী।
