প্রথমত আপনি মোবাইলে রিচার্জ না করলে ইন্টারনেট কিনতে পারবেন না। তাই কোন রিচার্জ ছাড়া আপনি ইন্টারনেট চালাতে পারবেন না। আর বিনামূল্যে কল করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট এর প্রয়োজন হবে।
সুতরাং আপনার যদি রিচার্জ এর যুক্তি ধরে নেওয়া যায় তবে আপনি কল করতে পারবেন না। তবে আপনি যদি রিচার্জ ছাড়াই মানে বাড়তি কোনো রিচার্জ করা ছাড়াই কথা বলতে চান তবে আপনার জন্য হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার মেসেঞ্জার এগুলো রয়েছে। শুনলেই লেইম মনে হতে পারে তবে বর্তমানে এগুলা সবচেয়ে ভালো।
আর ডাটা প্যাক ছাড়াই যদি আপনি ইন্টারনেট চালাতে চান আর আপনি যদি বাংলাদেশ-পাকিস্তানের বাসিন্দা হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে Free Basics Log In or Sign Up এই দুইটার সাইট রয়েছে। তবে আমি ভারতের বলতে পারবোনা। তবে উপরোক্ত দুটো সাইট চালাতে আপনার কোনরকম ডাটা চার্জ হবে না।
আর আপনি যদি ফ্রিতে যেকোনো অফলাইনে কল করতে চান তবে আপনার জন্য দুঃখের খবর এই যে যেসব অ্যাপস বর্তমানে বাজারে রয়েছে সেগুলো দিয়ে যদি আপনি কল করতে পারেন তবে এক পাশের কথা সেভাবে বোঝা যায় না যদি না আপনার পাশাপাশি অথবা এক কিলোমিটারের মাঝে মাঝে থাকে। আমি একবার এগুলো ইউজ করেছিলাম এবং ধরা খেয়েছি সুতরাং আপনাকে এরকম টিপস দিব না।