নগরীর কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যান চাপায় এক তরুণী নিহত হয়েছেন।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ এ তথ্য জানান।
তিনি বলেন, নিহত তরুণীর নাম সোমা বড়ুয়া (১৮)।
বোয়ালখালীর রূপায়ন বড়ুয়া ও কুমকুম বড়ুয়ার মেয়ে সোমা সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
নগরীতে পরিবারটির বসবাস চান্দগাঁও বড়ুয়া পাড়ায়।
মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটানায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক জসিম উদ্দিন (২৪) কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক জসিম নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন কেশবপাড়ার হারুনুর রসিদের পুত্র