সম্রাট হোসাইনঃ – “পবিত্র ঈদুল আযহা” উপলক্ষে কম আয়ের মানুষ প্রায় ১০০০ অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ খাদ্য সামগী বিতরণ করেন কে বি গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য-মোঃ কামরুজ্জামান বাবলু।
শনিবার (১৫ জুন) সকালে বেনাপোল পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নামাজগ্রাম তার নিজ বাসভবণ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম গ্রহণ করেন। পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ড থেকে আগত দুঃস্থজনেরা সকাল থেকেই সেখানে ভীড় করতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে লাইন বাই লাইন তাদের হাতে তুলে দেওয়া হয় ঈদ খাদ্য সামগ্রী। এ সময় প্রিয় নেতার প্রিয়জনেরা বিতরণ কার্যক্রমে অংশ নেন। প্রতিজনের মাঝে সেমাই, চিনি,কিসমিস,বাদাম,গুড়া দুধ দুধ,ডাল্ডা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাখা হয়- বেনাপোল পৌর আ.লীগ সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র মোঃ নাসির উদ্দিন। সন্মানিত অতিথি’র চেয়ারে রাখা হয়- (বেনাপোল পৌর আ.লীগ সভাপতি), এনামুল হক মুকুল, বেনাপোল পৌরবাসীর আহবায়ক-মোস্তাক হোসেন স্বপন, ২নং ওয়ার্ডের আ.লীগ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি, জয়নাল আবেদীন।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কালে কে বি গ্রুপের চেয়ারম্যান এবং আ.লীগ নেতা কামরুজ্জামান বাবলু বলেন- “ঈদকে সামনে রেখে কে বি গ্রুপ শুধু ঈদকে উপলক্ষ্য করেই কাজ করে না, বরং যে কোন দূর্যোগ মোকাবেলায় অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদান করে আসছে। আমরা চেষ্টা করছি অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটাতে ও ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কে বি গ্রুপের এ ধরণের কর্মসূচি প্রায়শই করে থাকে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,অসহায়দের মুখে হাঁসি ফুটাতে আমার এই উদ্যোগে সাড়া দিয়ে অন্যরাও এগিয়ে আসবেন এটিই আমার প্রত্যাশা।
বিতরণ কার্যক্রম দৃশ্য ধারণে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক- সম্রাট হোসেইন(সহঃ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) ও জমির হোসেন(ক্রীড়া বিষয়ক সম্পাদক),সর্বজন একতা প্রেসক্লাব বেনাপোল এর সদস্য।