নুরুল আমিন হাসান, (ঢাকা):
কিশোরগ্যাং, মাদক, বহু মদের বার আর যানজটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজধানীর উত্তরাবাসী। সকলকে সাথে নিয়েই এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উত্তরা ৩ নং সেক্টর কল্যাণ সমিতির অফিসে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় বক্তারা এসব অভিযোগের কথা তুলে ধরেন। সভাটির আয়োজন উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের এডিসি বদরুজামান জিলু, উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর, ট্রাফিক পুলিশের বিমানবন্দর ও উত্তরা পূর্ব জোনের সিনিয়র এসি সাখাওয়াত হোসেন সেন্টু ও মো. ইব্রাহিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান ও ৪৯, ৫০ ও ৫১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানা’সহ বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যানরা।

আইনশৃঙ্খলা সমন্বয় সভায় উত্তরা ১ নং সেক্টর কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, ‘মহাসড়ক থেকে ১ ও ৩ নং সেক্টরে প্রবেশপথ বন্ধ থাকায় সেক্টরের ভেতরে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সেক্টরের ভেতরে ফুটপাত দখল করে রাখা ভ্যানের কারণেও দুর্ভোগের সৃষ্টি হয়।’

সাবেক ব্যাংকার আলমগীর হোসেন বলেন, ‘জমজম টাওয়ার পেছনের রোডে এবং পাশের পাঙ্খা মামারা চায়ের দোকানে মাদক ও কিশোরগ্যাংয়ের আখড়ায় পরিণত হয়েছে। এছাড়াও সেক্টরে অটোরিকশার বেপরোয়া হয়ে গেছে।’

সভায় অন্যান্যরা বলেন, বিভিন্ন সেক্টরের খালি জায়গা ও প্লটগুলোতে বাচ্চারা স্কুল পোষাক পরেই মাদক সেবন করে। যার মধ্যে অন্যতম ১৩ নং সেক্টরের ১ ও ১২ নং সড়কে। এছাড়াও উত্তরা ৩ নং সেক্টরের ২ নং রোড মাদকের আখড়ায় পরিণত হয়েছে। মহাসড়কে বেপরোয়া ছিনতাই বেড়ে গেছে। বহু মদের বারের কারণে সেক্টরবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিনিয়ত রাতের বেলায় যুবক যুবতীরা মদ্যপ অবস্থায় বিবাদে জড়াচ্ছে। এছাড়াও হাউজবিল্ডিং থেকে খালপাড় সড়কে বেপরোয়া রাইদা বাস। তারা যত্রতত্র পার্কিং করে রাখে এবং বেপরোয়া গতিতে পাল্লাপাল্লি করে চলাচল করে।’

উত্তরা ১৪ নং সেক্টর কল্যাণ সমিতি ও উত্তরা পশ্চিম থানা কমিউনিটি পুলিশের সভাপতি শাহ আলম বলেন, ‘১৪ নম্বরের ক্যাম্পফায়ার বারের অপসারণ চাই। তাদের কারণেববয়স্ক মানুষ ঘুমাইতে পারেন না। বাড়িওয়ালা বলছে, শীঘ্রই অপসারণ করবে।’

তিনি বলেন, ‘আবাসিক এলাকায় কিভাবে এমন একটি মাদকের প্রতিষ্ঠান দেয়, সেটি বোধগম্য নয়। আমরা চাই, সেটি অপসারণ হোক।’

মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, ‘১০ নং সেক্টরের ফুটপাতে চায়ের দোকানদার চায়ের সাথে মাদকও বিক্রি করে। সেই সাথে বেপরোয়া অটোরিকশার চলাচল, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’

১০ নং সেক্টরের ওয়েলফেয়ার সোসাইটির সদস্য মাহবুব ইমাম বলেন, ‘রাতে মনে হয় মোটর সাইকেল চলে না, প্লেন চলে। এছাড়াও সেক্টরে রাতে বহিরাগত প্রচুর মানুষ অবাধে চলাচল করে। যার কারণে নিরাপত্তার হুমকি মনে হয়।’

উত্তরা ৩ নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও উত্তরা সেক্টরস এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুনুল হক বলেন, ‘পদ্মা সেতু সাড়ে ৭ বছরে কাজ শেষ করেছে। কিন্তু বিআরটিএ এক যুগেও শেষ করতে পারে নাই। তাই বলবো তিন নং সেক্টরের রোডগুলো খুলে দিবেন।’

তিনি বলেন, ‘সেক্টরের কিছু কিছু রাস্তা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। তারা মুখে ব্লেড রাখে। বাধা দিতে গেলেই তারা হামলা করে। এছাড়াও হকার বসানোর নামে বেপরোয়া চাঁদাবাজি হয়। আমরা এসব চাঁদাবাজদের কবল থেকে মুক্তি চাই।’

এসব বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে উত্তরা জোনের এডিসি মির্জা সালাহউদ্দিন বলেন, ‘হকারদের একজনকে পর পর তিনবার চালান করেছি। কিন্তু সাঁজা হয় ১০০/২০০ টাকা জরিমানা। যা তার সাহসটা আরো বাড়িয়ে দেয়। আর তারা কাউকে না কাউকে ২০০/৩০০ টাকা চাঁদা দিচ্ছে দৈনিক। যা সাজার থেকেও বেশি। এ ক্ষেত্রে সিটি কর্পোরেশনের হেল্প দরকার। তারা সকালে উচ্ছেদ করে, বিকেলে মালামাল দিয়ে দেয়। যার কারণে

তিনি বলেন, ‘মদের বারের সংখ্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। সরকার লাইসেন্স দিয়েছে শুধু মাত্র পারমিট ধারী ব্যক্তির কাছে মদ বিক্রি করা। যদি পারমিট ধারী ব্যক্তি ছাড়া মাদক বিক্রি করে তাহলে আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিব।’

মাদক প্রসঙ্গে এডিসি সালাহউদ্দিন বলেন, ‘যারা মাদক সেবী, তারা নিজেরাই ভিক্টিম। আর যারা ব্যবসা করে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা হয়েছে। স্বাক্ষীর অভাবে মামলা নষ্ট হয়।’

যানজটের বিষয়ে তিনি বলেন, ‘মার্কেটে গাড়ি পার্কিং ব্যবস্থা নাই। আন্ডারগ্রাউন্ড আছে কিন্তু পার্কিং নাই। দোকান বসিয়ে দিয়েছে। যা নৈতিকতা বিরোধী। যার কারণে আরো যানজটের সৃষ্টি বেশি হয়।’

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত নবজোয়ার তরুন সংঘের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১ বেনাপোল সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামি গ্রেফতার রূপগঞ্জে বাণিজ্য মেলা ঢিলেঢালা চলছে স্টল নির্মাণে ধীরগতি দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‌্যাব- ডিজি এম খুরশিদ হোসেন বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ